Abhishek Banerjee holds meeting: মালদার একাধিক TMC নেতৃত্বের গরহাজিরায় ক্যামাক স্ট্রিটে বৈঠক অভিষেক, পিকের
Continues below advertisement
Suvendu-র মন্ত্রিত্ব ত্যাগের পরেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে মালদা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক TMC নেতৃত্বের। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া এই বৈঠকে গরহাজির একাধিক নেতৃত্ব। গরহাজির কালিয়াচকের অম্লান ভাদুড়ি, আইএনটিটিইউসি-র জেলা সভাপতিও। জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ এই বৈঠক শুরু কথা থাকলেও, কিছুটা দেরি শুরু হয় বৈঠক।
এই বৈঠকে ডাকা হয়েছিল সাবিত্রী মিত্র, মানব বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনজির নূর, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ মোট আট জনকে। কিন্তু প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, দুলাল সরকার, মোয়াজে্জম হোসেন ও গৌর মন্ডল এই ৪ জন উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৈঠক। মালদা জেলায় কীভাবে তৃণমূল কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা যায়, সেই নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও। আগামী ৪ ডিসেম্বর ফের বৈঠক রয়েছে। সভায় হাজির তৃণমূল নেতা দুলাল সরকার জানিয়েছেন, এই আলোচনার সঙ্গে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কোনও যোগ নেই। আগে থেকে ঠিক ছিল বৈঠকের সূচি।
এই বৈঠকে ডাকা হয়েছিল সাবিত্রী মিত্র, মানব বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনজির নূর, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ মোট আট জনকে। কিন্তু প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, দুলাল সরকার, মোয়াজে্জম হোসেন ও গৌর মন্ডল এই ৪ জন উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৈঠক। মালদা জেলায় কীভাবে তৃণমূল কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা যায়, সেই নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও। আগামী ৪ ডিসেম্বর ফের বৈঠক রয়েছে। সভায় হাজির তৃণমূল নেতা দুলাল সরকার জানিয়েছেন, এই আলোচনার সঙ্গে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কোনও যোগ নেই। আগে থেকে ঠিক ছিল বৈঠকের সূচি।
Continues below advertisement