Adhir Chowdhury at Purulia: 'Congress ফের স্বমহিমায় ফিরবে,' জয়পুরের মিছিল থেকে দাবি অধীরের
Continues below advertisement
কেন্দ্র-রাজ্যের বঞ্চনার প্রতিবাদে পুরুলিয়ার জয়পুরে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) নেতৃত্বে মিছিল Congress-র।
জয়পুরের বাঘমোড় থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিল প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'কংগ্রেসকে যারা গুণতির মধ্যে আনেন না, তাঁদের বলতে চাই কংগ্রেস ফের স্বমহিমায় ফিরবে। আগামী দিনে বাংলায় পরিবর্তন আসন্ন।'
জয়পুরের বাঘমোড় থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিল প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'কংগ্রেসকে যারা গুণতির মধ্যে আনেন না, তাঁদের বলতে চাই কংগ্রেস ফের স্বমহিমায় ফিরবে। আগামী দিনে বাংলায় পরিবর্তন আসন্ন।'
Continues below advertisement