AMit Shah At Thakurnagar: ৩০ জানুয়ারি ঠাকুরনগরে শাহের সভা অমিতের, CAA কার্যকর নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা

Continues below advertisement
এখনও কার্যকর হয়নি CAA। কিন্তু বিধানসভা ভোটের আগে মতুয়াদের মন ধরে রাখতে তৎপর BJP। বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছেন, জানুয়ারিতেই ঠাকুরনগরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। পাল্টা সভার প্রস্তুতি নিচ্ছে TMC-ও। ঠাকুরবাড়ির কামনা সাগরের পাশেই স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হওয়ার কথা। মঙ্গলবার মাঠ পরিদর্শন করেন বিজেপি সাংসদ। তিনি জানিয়েছেন, সভা থেকে নাগরিকত্ব আইন নিয়ে সরকারের পরিকল্পনা পরিষ্কার করে জানাবেন অমিত শাহ।


 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram