Mangalkot TMC Murder: 'মঙ্গলকোটে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব নেই', নেতা খুনে দাবি অনুব্রতর, 'BJP দোষী নয়', পাল্টা শুভেন্দু
Continues below advertisement
সোমবার ভর সন্ধেয় প্রকাশ্যে খুন হন তৃণমূলের (TMC) মঙ্গলকোটের লাকুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাস। ঘটনায় বিজেপির (BJP) দিকে আঙুল তুলেছে শাসকদল। খুনের পিছনে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি গেরুয়া শিবিরের।
এই প্রসঙ্গে বীরভূমে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, "ভোটের সময় বিজেপির কিছু কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। দিন চারেক আগেই তারা জেল থেকে ছাড়া পেয়েছে। তাঁরাই অসীম দাসকে খুন করেছে। মঙ্গলকোটে তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।" অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু তদন্তের আগেই বিজেপিকে দোষ দেওয়া ঠিক হবে না। প্রকৃত দোষীদের গ্রেফতার করা উচিত।"
যদিও পরিবারের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন তৃণমূল নেতা। সিন্ডিকেট রাজের প্রতিবাদ করার কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরিয়ে খুনের ছক করা হয়েছিল বলে নিহত নেতার পরিবারের তরফে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে খুনের নেপথ্যে দুষ্কৃতীদের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যায় সিআইডি (CID)।
মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ হয় আজ সকালে। এদিন সকাল আটটা নাগাদ গুসকরার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে।
Continues below advertisement
Tags :
BJP ABP Ananda Anubrata Mondal TMC Leader Murder ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Mongalkot Asim Das Mongalot Murder