Arjun Singh: তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ছিলাম : অর্জুন সিংহ। Bangla News
Continues below advertisement
হয়ত কিছুক্ষণের মধ্যেই কলকাতায় যেতে হবে। কিছু হলে সবাই সবকিছু জানতে পারবেন। পাটশিল্প নিয়ে কেন্দ্রকে অনেক সময় দেওয়া হয়েছে। একটা দিকে কাউন্টডাউন শুরু, একটা দিকে কাউন্টডাউন শেষ। দিলীপ ঘোষের সম্পর্কে বাংলার মানুষ বলবে। বিজেপিতে থাকতে চাইছি না, নাকি বিজেপি আমায় ধরে রাখতে পারছে না। কারও প্রতি কোনও ক্ষোভ নেই। যে পাশে ছিল তাঁকেও ধন্যবাদ, যে বিরুদ্ধে ছিল তাঁকেও ধন্যবাদ। আমি পাটশিল্প নিয়ে লড়াই করেছি, মানুষ কাউন্সিলর থেকে সাংসদ করেছেন। আজ কী হবে তা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ছিলাম। তৃণমূল দল এখন রাজ্যে ক্ষমতায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলে শেষ কথা বলেন। কোন নেতা কী বলল, তাতে কিছু এসে যায় না। রাজনীতিতে সবকিছু সম্ভব, শেষ বলে কিছু নেই। মন্তব্য অর্জুন সিংহের।
Continues below advertisement
Tags :
TMC BJP ??? Arjun Singh ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ BJP Clash Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ অর্জুন সিংহ Arjun In TMC Arjun Singh In TMC