Biman Bandyopadhyay Allegation: 'আট দফা ভোটের জন্যই বিধায়করা করোনার শিকার', লোকসভার অধ্যক্ষকে নালিশ বিধানসভার অধ্যক্ষের

Continues below advertisement

বিধানসভা ভোটের দফা নিয়ে সরব হলেন বিধানসভার স্পিকার। লোকসভার অধ্যক্ষের কাছে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay)। ভার্চুয়াল বৈঠকে বিধানসভার অধ্যক্ষ জানান, গত বছর রাজ্যে করোনায় ৭ জন বিধায়কের মৃত্যু হয়েছিল। এবছর করোনা কেড়েছে ২ বিধায়কের প্রাণ। আট দফার ভোটের জন্যই এমন হয়েছে বলে অভিযোগ বিধানসভার অধ্যক্ষের। বৈঠকে তিনি জানান, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কম দফায় ভোট চাইলেও, তা শোনা হয়নি।

এদিকে রাজ্য-রাজ্যপাল সংঘাতে নতুন মোড়। এবার রাজ্যপালের (Jagdeep Dhankar) বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ জানালেন বিধানসভার অধ্যক্ষ। ভার্চুয়াল বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandyopadhyay) অভিযোগ, কোনও বিল পাঠানো হলেও রাজ্যপালের অনুমতি মিলছে না। সই না করে তিনি বিল ফেরত পাঠাচ্ছেন। এমনকি আটকেও দিচ্ছেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারের মধ্যে পড়লেও বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল। এপ্রসঙ্গে তৃণমূল (TMC) বিধায়ক তাপস রায় (Tapas Roy) বলেন, “পূর্বে কোনও রাজ্যপাল প্রতিটি ক্ষেত্রে এইভাবে অসহযোগিতা, বাধা দেওয়া, সব ব্যাপারে এক্তিয়ার বহির্ভূত স্পিকারকে চিঠি পাঠানো করেননি। গণতন্ত্র বহির্ভূত কাজ নাগাড়ে করে চলেছেন এই বর্তমান রাজ্যপাল। তাই বিধানসভার মাননীয় অধ্যক্ষ যা করেছেন, এরপরে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়, তাও করতে হবে।“ পাশাপাশি সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “এটা ঠিক রাজ্যপাল মাঝেমাঝেই কিছু ক্ষেত্রে এমন পদক্ষেপ করেন, তাতে কোথাও কোথাও তাঁর আচরণ বিজেপি (BJP) কর্মীর মতো হয়ে যায়। বিশেষ করে নির্বাচনের (Assembly Election) পর তা দেখাও যাচ্ছে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram