Bankura: তালড্যাংরায় তৃণমূল কর্মীকে 'পিটিয়ে খুন', কাঠগড়ায় BJP | Bangla News

Continues below advertisement

বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল (TMC) কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় বিজেপি (BJP) নেতা-সহ চারজনকে আটক করেছে পুলিশ। মৃতের নাম বিপ্লব রায়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনে পরিচিতদের সঙ্গে কথা বলার সময় আচমকাই লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ চক্রবর্তীর নেতৃত্বে হামলা চলে বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিশ্বজিৎ। তারপর থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিবাদ শুরু হয়। তার জেরেই হামলা বলে মৃতের পরিবারের অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে বিজেপি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram