Bengal Politics: রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন তৃণমূলে ফেরানো না হয়, ডোমজুড়ে পোষ্টার

Continues below advertisement

রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) গতকালের ফেসবুক পোস্টের পর এবার ডোমজুড়ে (Domjur) তাঁর বিরুদ্ধে পোস্টার। আজ সকালে সলপ বাজার এলাকায় তৃণমূলের (TMC) নামে ওই পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, বিশ্বাসঘাতক রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন দলে ফেরানো না হয়। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড় থেকে বিজেপির প্রার্থী হলেও ভোটে পরাজিত হন। এরপর গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেসুরো ট্যুইট ঘিরে জল্পনা ছড়ায়। এনিয়ে তৃণমূলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়ের কটাক্ষ, দলে বিশ্বাসঘাতকদের জায়গা নেই। তবে উৎপল দত্ত বেঁচে থাকলে এই অভিনয় দেখে লজ্জা পেতেন। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, এখনও প্রতিক্রিয়া মেলেনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram