BJP Meeting Boycott: 'কোনও দাবিই মানা হয়নি বলে বিএ কমিটির বৈঠকে যাইনি', জানালেন শুভেন্দু

Continues below advertisement

আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাংবাদিক বৈঠক করে বলেন, "বিএ কমিটির গত মিটিংয়ে ছিলাম, আজকের মিটিংয়ে যায়নি কেন? রাজ্যের জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মুলতুবি প্রস্তাব আকারে বিরোধী পক্ষের সদস্যরা আনতে পারেন। এর আগের দিন যেদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছিল, ২ মে-এর পরবর্তী যে সীমাহীন সন্ত্রাস সে সম্পর্কে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। অধ্যক্ষ বলেছিলেন, সময়ের অভাবে সেটি বাতিল করছেন। আমরা পাঠ করার দাবি করেছিলাম। সেটাও তিনি সেদিন গ্রহণ করেননি। আজ মনোজ টিগ্গা সহ একাধিক বিধায়ক মুলতুবি প্রস্তাবের নোটিস দিয়েছিলেন। শাসক দলের তৈরি ভুয়ো দেবাঞ্জনকাণ্ড সম্বন্ধে এই নোটিস। আমরা এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে মুলতবি প্রস্তাব এনেছিলাম জনস্বার্থে। আমরা এই বিষয় সরকারের থেকে কিছু শুনতে চেয়েছিলাম এবং আমাদের বক্তব্য মানুষের স্বার্থে তুলে ধরতে চেয়েছিলাম। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে কলকাতা পুরসভা, একাধিক বিধায়ক, আইপিএসরা যুক্ত।  সেই মুলতুবি প্রস্তাবও বাতিল হয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও মুলতুবি প্রস্তাব পাঠের সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের দাবি বাতিল করা হচ্ছে। তাই আমরা বিএ কমিটির মিটিংয়ে যাইনি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram