Amit Shah at Coochbehar: '৫০০ কোটি টাকা ব্যয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র, ২৫০ কোটি টাকায় পঞ্চানন বর্মার নামে স্মারক', কোচবিহারের সভায় প্রতিশ্রুতি অমিতের

Continues below advertisement

কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এবার ২০০-র বেশি আসন জিতে বিজেপি ক্ষমতায় আসবে। এই পরিবর্তন যাত্রা বোমাবাজি বন্ধ করার জন্য।" কোচবিহারবাসীর উদ্দেশে তাঁর বার্তা, "এই সেই ভূমি, যেখানে মুঘলদের বিজয়যাত্রা রুখে দিয়েছিল। নারায়ণী সেনা সেই সময় এই ভূমিকে রক্ষা করার জন্য যে সাহস দেখিয়েছিল, তাকে সম্মান জানাতে আধাসেনায় নারায়ণী ব্যাটালিয়ন গঠন করবে। তিনি আরও বলেন, ‘এত বছর ধরে কংগ্রেস, বাম, তৃণমূল এসেছে। রাজবংশীদের সংস্কৃতির সম্মান হয়নি। ৫০০ কোটি টাকা দিয়ে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র তৈরি হবে। ২৫০ কোটি টাকা দিয়ে পঞ্চানন বর্মার নামে স্মারক তৈরি হবে। এই অঞ্চলকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।’

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram