BJP-TMC Conflict on GTA: রাজ্যপাল বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উৎসাহ দিচ্ছেন: কুণাল ঘোষ
জিটিএ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযোগ পাল্টা অভিযোগ করছে বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) অভিযোগের তোপ দেগেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তার পাল্টা জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) বলেন, ‘রাজ্যপাল যা যা অভিযোগ করেছেন তার স্পষ্ট জবাব দেওয়া উচিত ছিল রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর। জিটিএ (GTA) নিয়ে যে গুরুতর অভিযোগ উঠেছে, তার জবাব দিন। দুর্নীতি হলে কারা জড়িত, তার কেন তদন্ত হচ্ছে না? রাজ্যপাল যে অভিযোগ করেছেন, তা রাজ্যবাসীর অভিযোগ। রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত কিনা, তার জবাব রাজ্যপাল দেবেন।’ এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘বিজেপি সর্বতভাবে ভিত্তিহীন অভিযোগ করছে। রাজ্যপাল জিটিএ নিয়ে অভিযোগ করছেন। কিন্তু উত্তরবঙ্গে থেকে নিজের সাংবিধানিক পদের মর্যাদাকে ধুলোয় লুটিয়ে এলেন। তিনি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উৎসাহ দিচ্ছেন।’