BJP's protest Rally at Red Road: 'কয়লা চোর কে বলতে নাম আসে ভাইপোর', ফের অভিষেককে নিশানা Kailash-এর
Continues below advertisement
রবিবার বারুইপুরে TMC-র সভা, রেড রোডে অম্বেডকর মূর্তির পাদদেশে বিজেপির অবস্থান বিক্ষোভ। শিলিগুড়িতে সাড়ে তিন বছর পর বিমল গুরুঙ্গের সভা আর গড়বেতায় সুশান্ত ঘোষের সভা। এদিন রেড রোডের সভা থেকে BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্য সরকারকে আক্রমণের নিশানা বানিয়েছেন। পাশাপাশি ফের ভাইপো প্রসঙ্গ উসকে আক্রমণের নিশানা বানান TMC MP অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন, 'কয়লা চোর কে বলতে নাম আসে ভাইপোর। বালি চোর কে বললেও নাম আসে ভাইপোর। বাংলাজুড়ে অত্যাচার চলছে। বিজেপি করলেই অত্যাচার চলছে। এদিন রেড রোডের সভামঞ্চ থেকে এভাবেই সরব হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। এদিনের এই অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন অপর এক বিজেপি নেতা Mukul Ray-ও।
Continues below advertisement
Tags :
TMC MP Abhishek Banerjee ABP Live Protest Rally Abp Ananda BJP West Bengal Election 2021 Kailash Vijayvargiya