Bombs Recovered: দত্তপুকুরে ISF কর্মীদের বাড়ির সামনে ব্যাগভর্তি বোমা, এলাকায় উত্তেজনা

Continues below advertisement

আজ সকালে দত্তপুকুর থানা এলাকায় আইএসএফ কর্মীদের বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা। দত্তপুকুরের ৩টি জায়গা থেকে উদ্ধার ৭টি তাজা বোমা। আইএসএফ সমর্থকদের অভিযোগ, তাদের দুই সমর্থকের বাড়ি এবং ক্লাবের সামনে ব্যাগ ভর্তি বোমা দেখতে পান তাঁরা। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, গত রাতে তাঁরা কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছেন। দত্তপুকুর থানাতে খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। কে বোমা রাখল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে আইএসএফ সমর্থকদের দাবি, শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ, বোমা রেখে ভয় দেখাতে চাইছে তৃণমূল।

একইসঙ্গে আজ আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকা থেকে উদ্ধার হয় ১৬টা তাজা বোমা। গ্রেফতার ৪ দুষ্কৃতী। জানা যাচ্ছে, সূত্র মারফত খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ। পুলিশের দাবি, বোমা বিস্ফোরণের খবর পেয়ে গতকাল আনন্দপুর থানার গুলশন কলোনিতে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ১৬টা তাজা বোমা। কী কারণে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, ওখানেই বসে বোমাগুলি বানানো হয়েছে। টেস্টিংয়ের জন্য যখন বোমা ফাটানো, তখনই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। আশেপাশের লোকজন সেই আওয়াজ পেয়ে পুলিশকে খবর দেন। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ফরেন্সিক পরীক্ষা (Forensic Test) করা হবে। জানা যাচ্ছে, ধৃতদের আজই আদালতে তোলা হবে। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে তদন্তকারী সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram