Budget Session: বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বিজেপি বিধায়কদের সঙ্গেই বসছেন তৃণমূল নেতা মুকুল রায়
আজই শুরু বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session)। জল্পনার অবসান। বিধানসভায় বিজেপি (BJP) বিধায়কদের সঙ্গেই বসছেন মুকুল রায়। তাঁর আসন রাখা হয়েছে সামনের দিকেই। কৃষ্ণনগর উত্তরের বিধায়কের ক্রমিক সংখ্যা ৪২। ৪০ নম্বর আসনে বসছেন বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা। ৪১ নম্বর আসনে বসছেন মিহির গোস্বামী। তাঁর পাশেই থাকছে মুকুল রায়ের (Mukul Roy) আসন। মুকুল রায়ের আসন নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল কারণ বিজেপির প্রতীকে কৃষ্ণনগর থেকে জিতলেও কিছুদিন আগে তিনি ফের তৃণমূলে (TMC) যোগদান করেন। সেই জল্পনার অবসান ঘটিয়ে জানা যাচ্ছে, বিজেপি বিধায়কদের সঙ্গেই বসছেন মুকুল রায়।
এদিকে, আজ প্রথামাফিক রাজ্যপাল (Governor) কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন? নাকি ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দেবেন? এই নিয়ে তুঙ্গে জল্পনা। চলছে রাজনৈতিক তরজাও। জানা যাচ্ছে, প্রথা মেনে আজও বিধানসভার বাজেট অধিবেশন রাজ্যপালের (Jagdeep Dhankhar) ভাষণ দিয়েই শুরু হবে। যেহেতু করোনা আবহ, তাই নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে।