Central-Alapan Tussle: ‘অন্যায়, অন্যায্য’, আলাপন-প্রসঙ্গে কেন্দ্রকে তোপ সৌগত রায়ের, ‘নিয়ম মেনেই কাজ’, পাল্টা দিলীপ ঘোষ

Continues below advertisement

৩১ মে মুখ্যসচিবের (Chief Secretary) পদ থেকে অবসর নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। কিন্তু তাঁকে ঘিরে মোদি ও মমতা সরকারের সংঘাত আরও চরমে উঠল। আগুনে ঘি ঢালল প্রাক্তন মুখ্যসচিবকে পাঠানো নরেন্দ্র মোদির (Narendra Modi) অধীনস্থ কর্মিবর্গ মন্ত্রকের এই নতুন কড়া চিঠি। প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মিবর্গ মন্ত্রকের তরফে পাঠানো এই চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ৩০ দিনের মধ্যে জবাব দিতে হবে। যদি উত্তর না দেন, তাঁর বিরুদ্ধে অল ইন্ডিয়া সার্ভিসেসের ৬ ও ৮ নং রুল অনুযায়ী পদক্ষেপ করা হবে। আর কেন্দ্রের এই পত্রাঘাত মাত্রই রাজনৈতিক আক্রমণে নেমেছে তৃণমূল (TMC)। তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, “কেন্দ্রের একটাই উদ্দেশ্য যে রাজ্য সরকারের আধিকারিককে বিচলিত করে দেওয়া। প্রাক্তন মুখ্যসচিবের সঙ্গে যা করা হল তা অন্যায়, অন্যায্য।“ পাল্টা বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কেন্দ্র রীতিনীতি মেনেই কাজ করছে। আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই।“  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram