CM Mamata Delhi Visit: পাখির চোখ ২০২৪! বিধানসভায় জয়ের মত মমতার দিল্লি যাত্রা নিয়ে জল্পনা তুঙ্গে
৫ দিনের সফরে ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি (Delhi) সফরে প্রধানমন্ত্রী (Narendra Modi) ও রাষ্ট্রপতির (President) সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। একান্তে বৈঠক হতে পারে বিজেপি (BJP) বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বারের সাংসদ। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। দিল্লি গেলেই সংসদ ভবনে (Parliament) যান তিনি। দেখা করেন পুরনো স্বতীর্থদের সঙ্গে। তবে, তৃতীয় বারের জন্য বঙ্গ বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ভোট পরবর্তী (Bengal Post Poll Violence) হিংসা নিয়ে, শুধু CBI তদন্তের সুপারিশ করাই নয়। আক্রান্তদের সাহায্যেও একগুচ্ছ ব্যবস্থার সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। হিংসায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থা করা-সহ একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্ট খতিয়ে দেখে কলকাতা হাইকোর্ট, কী নির্দেশ দেয়, এখন সেদিকেই সবার নজর।