Adhir Chowdhury: হয় লোকসভার দলনেতা, নয় প্রদেশ সভাপতি -- যে কোনও একটা পদ ছাড়তে হবে অধীরকে?

Continues below advertisement

লোকসভায় কংগ্রেসের (Congress) দলনেতা। সেই সঙ্গে বাংলার প্রদেশ সভাপতি। দু'জায়গায় গুরুদায়িত্ব তাঁর কাঁধে। কিন্তু এবার কি কোনও একটি পদ ছাড়তে হতে পারে অধীর চৌধুরীকে (Adhir Chowdhury)? সংসদে বাদল অধিবেশন শুরুর আগে এ নিয়ে তুঙ্গে রাজ্য ও জাতীয় রাজনীতি। এই প্রেক্ষাপটে আজ বিকেল ৫টায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন কংগ্রেসের অন্তর্বতী সভানেত্রী সনিয়া গাঁধী। সেখানে অংশ নেওয়ার কথা অধীর চৌধুরীরও। সূত্রের খবর, কোনও একটি দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হবে কি না, তার ইঙ্গিত মিলতে পারে বৈঠকে। যদিও এনিয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলে দাবি করেছেন অধীর। বাম ও আইএসএফ (ISF)-এর সঙ্গে জোট করেও বিধানসভা ভোটে বাংলায় শূন্যে নেমে এসেছে কংগ্রেস। মাথায় একাধিক গুরুদায়িত্ব থাকার কারণেই কি রাজ্যে মনোনিবেশ করতে পারেননি অধীর? সেই কারণেই কি এই ভরাডুবি? কংগ্রেসের অন্দরেই উঠতে শুরু করেছিল প্রশ্নগুলি। সূত্রের খবর, অধীরকে সরানো হলে লোকসভার দলনেতার দৌড়ে রয়েছেন কেরল থেকে কংগ্রেসের সাংসদ শশী তারুর, পঞ্জাব থেকে কংগ্রেসের সাংসদ মণীশ তিওয়ারির মতো নেতারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram