Constitution Day: সংবিধানের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে দেশ : প্রধানমন্ত্রী | Bangla News

Continues below advertisement

সংসদ ভবনের সেন্ট্রাল হলে সংবিধান দিবস (Constitution Day) পালন। অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস (Congress), বাম, তৃণমূল-সহ ১৪টি বিরোধী দল। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind), উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu)। রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla)। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "দেশের ভালোর জন্যই সবাই মিলে বসে এই সংবিধানের সৃষ্টি করা হয়। আমাদের সংবিধান ভারতের সহস্র বছরের ঐতিহ্যের ধারার আধুনিক সংস্করণ। এই ব্যবস্থায় জনপ্রতিনিধি রূপে দায়িত্ব নিতে হলে সংবিধানের ওপরেই ভিত্তি করতে হবে। সংবিধানের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে দেশ। কাজের মূল্যায়নের জন্য সংবিধান দিবস।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram