Delhi Election: বিজেপিকে রাস্তায় আছাড় মেরে ফেলেছে আপ, প্রতিক্রিয়া সুজনের, এই পরাজয় গেরুয়া শিবিরকে ভোগাবে, মত অধীরের

Continues below advertisement
সুজন চক্রবর্তী - বিজেপিকে দিল্লির মানুষ তুলে রাস্তায় আছাড় মেরে ফেলে দিয়েছে। লোকসভা ভোটে প্রায় সব আসনে বিজেপি জিতেছিল। এখন ফলাফল একেবারে ভিন্ন। বিভাজন, অসহিষ্ণুতা ও ঔদ্ধত্যের রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মহারাষ্ট্র, হরিয়ানা বুঝিয়ে দিয়েছে। ঝাড়খণ্ড বুঝিয়ে দিয়েছে। এবার দিল্লি বুঝিয়ে দিল।
সুখেন্দুশেখর রায় -  বিজেপির ধাপ্পাবাজ ও দাঙ্গাবাজদের দল। বিজেপি গরিব-বিরোধী। দিল্লির মানুষ তা বুঝিয়ে দিয়েছেন। ত্রিকোণ লড়াই না হলে বিজেপি শূন্য হয়ে যেত। আম আদমি পার্টি যেভাবে মানুষের সমর্থন পেয়েছে, তার ওপর নজর রাখছে দেশবাসী। আগামীদিনে প্রত্যেক রাজ্যে এই জিনিস ঘটবে। গত এক বছরে পাঁচটি রাজ্য হারিয়েছে বিজেপি। আগামীদিনে তারা সারা দেশ থেকে মুছে যাবে।
প্রদীপ ভট্টাচার্য - সাংগঠনিক দুর্বলতা, নির্বাচনকে গণ্য না করার প্রবণতা এবং আম আদমি পার্টির সঙ্গে আসন- রফায় না যাওয়া। আপের উত্থানে আমাদের কোনও ক্ষতি নেই। একটা ধর্মান্ধ রাজনৈতিক দলের কৌশলের পরাজয়। আপের জয় সংহত ভারতের ভবিষ্যৎ তৈরি করবে।
অধীর চৌধুরী - উন্নয়ন ও সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে লড়াই হয়েছে। মানুষ উন্নয়নকে বেছে নিয়েছেন। সারা দেশে বড় বার্তা যাবে। এই পরাজয় বিজেপিকে ভোগাবে।
সৌগত রায় -  যা হওয়ার ছিল, সেটাই হয়েছে। এটাই হওয়া উচিত ছিল। দিল্লিবাসীও তাই চেয়েছেন। হাই ভোল্টেজ প্রচার চালিয়েও কোনও লাভ হল না বিজেপির।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram