Budget Session: বাজেট অধিবেশনের শুরুতে সরকারের লেখা ভাষণ আদৌ পড়বেন রাজ্যপাল? তুঙ্গে জল্পনা

Continues below advertisement

আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session)। প্রথামাফিক রাজ্যপাল (Governor) কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন? নাকি ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দেবেন? এই নিয়ে তুঙ্গে জল্পনা। চলছে রাজনৈতিক তরজাও। জানা যাচ্ছে, প্রথা মেনে আজও বিধানসভার বাজেট অধিবেশন রাজ্যপালের (Jagdeep Dhankhar) ভাষণ দিয়েই শুরু হবে। যেহেতু করোনা আবহ, তাই নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। সাধারণত রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আজ রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে না। এদিকে, এবার করোনা (Corona) আবহে অধিকাংশ বিধায়ক তাঁদের নিজেদের আসনে বসতে পারবেন না। আসনগুলিকে পুনর্বিন্যাস করা হয়েছে। দর্শকাসন এবং প্রেস গ্যালারিতে বিধায়কদের (MLA) বসার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন উঠছে তা হল আজ রাজ্যপালের ভূমিকা কী হবে? এই প্রশ্ন কিন্তু অতীতে কখনও ওঠেনি। কেরলে (Keral) রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে জাতীয়স্তরে যথেষ্ট চর্চা হয়েছিল। এখন বাংলায় যেহেতু রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের সংঘাত চরমে, তাই প্রশ্ন উঠছে প্রথামাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram