Dhupguri BJP: এবার ধূপগুড়িতে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দলের বুথ সভাপতি-সহ শতাধিক কর্মীর

Continues below advertisement

জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে (Dhupguri) বিজেপিতে (BJP) ভাঙন। তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির বুথ সভাপতি-সহ শতাধিক কর্মী। গতকাল ধূপগুড়ি পুরসভার উপ পুরপ্রধানের নেতৃত্বে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূলের দাবি, ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত পুরনো দলে ফিরে এসেছেন। দল বদল নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Fake Vaccination Scam) প্রতিবাদে বিজেপির (BJP) বিক্ষোভ। করুণাময়ীর কাছে মিছিল আটকে দিল পুলিশ। এর আগে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযান করেছিল বিজেপি। বিজেপির অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করছে তৃণমূল (TMC)। পুলিশের তরফে জানানো হয়েছেস এই প্রতিবাদ মিছিলের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। ঘটনাস্থলে মোতায়েরন রয়েছে বিরাট পুলিশবাহিনী। 

এই নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, "সারা পশ্চিমবঙ্গে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এভাবেই চলছে। সমস্ত প্রতিবাদকে তৃণমূল কংগ্রেস বাজেয়াপ্ত করতে চাইছে। সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বর রক্তাক্ত ক্ষতবিক্ষত। আমাদের কিছু কর্মী গ্রেফতার হয়েছেন। তবে আমাদের প্রতিবাদ মিছিল চলবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram