'আলুর দাম বাড়িয়ে ভোটের খরচ তুলছে তৃণমূল', চাঁপদানির সভা থেকে TMC-কে আক্রমণ Dilip Ghosh-এর
Continues below advertisement
শুক্রবার হুগলির চাঁপদানিতে সভা করেন BJP রাজ্য সভাপতি Dilip Ghosh। সভা থেকে তিনি বলেন, 'বেকারত্ব, খুনে এগিয়ে বাংলা। আলুর দাম বাড়িয়ে ভোটের খরচ তুলছে তৃণমূল। কাটমানি ও লুঠের টাকার বখরা পাচ্ছে তৃণমূল। শাসক দলের পতাকা লাগিয়ে কাটমানি, সিন্ডিকেট চলছে। রাজ্য ১০-১২% ধান কেনে, বাকিটা ফড়েদের হাতে, বাংলার কৃষকরা আজ ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না। রাজ্যে চা শ্রমিকদের ওপর শোষণ চলছে।' সভা থেকে তিনি অভিযোগ করেন, রাজনীতির স্বার্থেই বহিরাগত-তত্ত্ব ব্যবহার করছে তৃণমূল। এছাড়াও শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রের টাকা লুঠ করার অভিযোগ এনেছেন বিজেপি রাজ্য সভাপতি।
Continues below advertisement