Fake IAS Probe: লাভলি মৈত্রের পাশে প্রতারক দেবাঞ্জন, ১৫ জুনের ভিডিও ঘিরে তোলপাড়
গত ১৫ জুন, সোনারপুরে (Sonarpur) তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Debanjan Deb)। একই মঞ্চে ছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও (Lovely Maitra)। এই নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূল বিধায়কের দাবি, দেবাঞ্জন তাঁর পূর্ব পরিচিত নন। ভ্যাকসিনের বিষয়েও তাঁদের মধ্যে কখনও কথা হয়নি। লাভলি মৈত্র বলেন, ‘আমার এখানে কোনও ভ্যাকসিনের ক্যাম্প হয়নি। তাই এই বিষয়টি আমার জানা ছিল না। কেউ যদি ব্যক্তিগতভাবে কসবায় গিয়ে ভ্যাকসিন নিয়ে থাকেন, তাঁরা আমাকে জানাননি। আমি এখন ঘটনাটি জেনেছি।’ যদিও কসবায় ভুয়ো ক্যাম্প থেকে যারা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁরা আতঙ্কে রয়েছেন। আতঙ্কে লাভলি মৈত্রের কাছে হাজির হন তাঁরা। স্থানীয় সূত্রে দাবি, সোনারপুর আইএনটিটিইউসি-র সভাপতি তাপস চট্টোপাধ্যায় ছিলেন ১৫ জুনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। তাঁর সঙ্গে দেবাঞ্জন দেবের পরিচয় কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।