Rudranil Ghosh: ভুয়ো সরকারি আধিকারিকের সঙ্গে প্রকাশ্যে রুদ্রনীল ঘোষের ছবি, কী বললেন অভিনেতা ?

Continues below advertisement

দেবাঞ্জনকাণ্ডের (Debanjan Deb) রেশ কাটার আগেই কলকাতা থেকে গ্রেফতার আরও এক ভুয়ো সরকারি আধিকারিক। বাজেয়াপ্ত নীল বাতি লাগানো গাড়ি। গাড়িতে সিবিআই (CBI) স্টিকার। বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের (High Court) আইনজীবী।অভিযোগ, হাইকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের কৌঁসুলি পরিচয়ে প্রভাব খাটিয়ে গড়িয়াহাট থানা এলাকায় ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন ওই আইনজীবী (Lawyer)। ৩০ জুন থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সনাতনের বিরুদ্ধে তালতলা থানাতেও ভুয়ো পরিচয় দিয়ে সম্পত্তি সংক্রান্ত প্রতারণার অভিযোগ রয়েছে। সূত্রের খবর, প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ থাকার কথা বলে প্রভাব খাটানোর চেষ্টা করতেন ওই আইনজীবী। গতকাল সিঁথি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ (Kolkata Police)।  অভিযুক্তের সঙ্গে প্রকাশ্যে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ছবি। ওনাকে আইনজীবী বলেই জানতাম। ওরকম তো অনেক লোকই আসে। সাফাই রুদ্রনীল ঘোষের।

শান্তিনিকেতন, তারাপীঠ অথবা কঙ্কালীতলায় যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। বীরভূমের তিনটি জায়গায় তৈরি হচ্ছে ৬টি কিয়স্ক পয়েন্ট। এরমধ্যে রামপুরহাট মহকুমায় তিনটি চেক পয়েন্টে করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠাবে প্রশাসন। তারাপীঠের মতো কঙ্কালীতলা ও শান্তিনিকেতনেও থাকছে করোনা কিয়স্ক। কোভিড টেস্টের পাশাপাশি সংগ্রহ করা হবে ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্যও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram