ফটাফট: সোমবার থেকে দেশের ২০,০০০ বেসরকারি হাসপাতালে Corona Vaccine প্রদান, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

মাঠে ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী, কল্পনাও করতে পারিনি, থাকতে না পারার দুঃখ প্রকাশ করে ব্রিগেডের সাফল্য কামনায় বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের। ২০১৯ সালে ব্রিগেডে এলেও গাড়ি থেকে নামতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ কলকাতায় লালু-পুত্র তেজস্বী যাদব। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। বেসরকারি হাসপাতালে সার্ভিস চার্জ-সহ ২৫০ টাকায় মিলবে করোনার ভ্যাকসিন (Corona Vaccine), জানিয়ে দিল কেন্দ্র। দেশের ২০ হাজার বেসরকারি হাসপাতালে কাল থেকে দেওয়া হবে ভ্যাকসিন। মেদিনীপুর থেকেই মুখ্যমন্ত্রী হবেন, রোড শো থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের দিন ঘোষণা হতেই এডিজি (আইনশৃঙ্খলা) পদ থেকে জাভেদ শামিমকে সরাল কমিশন। নতুন এডিজি (আইনশৃঙ্খলা) জগমোহন। কমিশনের কোপে জাভেদ, কোনও রাজনৈতিক দলের ভিত্তিতে যেন কাজ না করে কমিশন, হুঁশিয়ারি তৃণমূলের (TMC)। সঠিক পদক্ষেপই নিয়েছে কমিশন, পাল্টা দাবি বিজেপির (BJP)। ভোট ঘোষণা হতেই রাজ্যে আরও ১৮ কোম্পানি বাহিনী, ৩ কোম্পানি কলকাতায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram