BJP’s Blood Donation Camp: রক্তদান শিবিরের অনুমতি না মেলায় বিক্ষোভে BJP, 'রক্ত ঝরানোর দলকে রক্ত কে দেবে?' কটাক্ষ ফিরহাদের

Continues below advertisement

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) বলিদান দিবস উপলক্ষে হাজরায় রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপি। কিন্তু অনুমতি না মেলায় হাজরা পার্কের (Hazra Park) সামনে অবস্থান বিক্ষোভে বসলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। জানা যাচ্ছে, প্রতি বছর এই দিনে বিজেপি রক্তদান শিবিরের আয়োজন করে। কিন্তু আজকে সেই অনুমতি মেলেনি। বিজেপির এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, “বিজেপিকে কে রক্ত দেবে? যে দলটা রক্ত নেয়, রক্ত ঝরায়, সেই দলের হয়ে রক্তদান কে করবে? বিজেপি রক্ত ঝরানোর দল, তাদের আবার রক্তদান কীসের?” 

এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, এই দিনটাকে স্মরণ করা অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ পশ্চিমবঙ্গ এবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কি না, সেই আশঙ্কা তৈরি হচ্ছে। এত বড় একজন ব্যক্তির রহস্যমৃত্যুর পরও তদন্ত কমিশন করা হয়নি, এর দায় কংগ্রেসের (Congress), মন্তব্য বিজেপি (BJP) নেতা তথাগত রায়ের (Tathagata Roy)। তিনি বলেন, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে যে পশ্চিমবঙ্গ রাজ্য হত না। আজ আমরা সবাই পাকিস্তানে বাস করতাম বা বর্তমান বাংলাদেশে বাস করতাম। সম্ভবত নিহত হতাম বা বিতাড়িত হতাম।" পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আজ পশ্চিমবঙ্গ ফের ঝুঁকির সামনে এসে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে নাকি পশ্চিম বাংলাদেশ (Bangladesh) হয়ে যাবে। যে পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করেন, আজও সেই পরিস্থিতি আছে। তাই আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করা বেশি প্রাসঙ্গিক। দেশের অখণ্ডতা নিয়ে বড় চ্যালেঞ্জ এসেছে, তাই আজও পশ্চিমবঙ্গ-বাংলাদেশের (Indo-Bangladesh) সীমান্ত সুরক্ষিত নয়, আজও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram