Gangasagar Mela: 'সরকার বলছে সব ব্যবস্থা আছে, আদালতের প্রতিনিধির গলায় অন্য সুর', অভিযোগ দিলীপের | Bangla News

Continues below advertisement

"সরকার চিরদিনই বলে, আমরা সব ব্যবস্থা করেছি। কিন্তু আসল বিষয় হল, বজ্র আঁটুনি ফস্কা গেরো। আদালত যাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, তিনি কী বলছেন, তাঁর কথাটা শোনা উচিত। তাঁর কথা পুরো উল্টো। সরকারি কোনও ব্যবস্থা নেই। সরকারের বহু কর্মচারী অসুস্থ হয়ে গেছেন। দেশে এই সময় হাজার হাজার মেলা হয়। সবকটা বন্ধ করে দিয়েছে। তাহলে কেন এই সরকার সিদ্ধান্ত নিতে পারছে না?" কোভিড আবহে গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram