সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে CM-কে দ্রুত ডাকবেন Governeor, দাবি Saumitra Khan-র, অবাস্তব কথাবার্তা, পাল্টা Sougata Roy

Continues below advertisement

সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে খুব তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারেন রাজ্যপাল। জলপাইগুড়িতে চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। যে সরকারের এতবড় সংখ্যাগরিষ্ঠতা, তার মুখ্যমন্ত্রীকে কীসের ভিত্তিতে ডাকবেন রাজ্যপাল। আর ডাকবেন কী না, আগেভাগে তা জানলেন কী করে সৌমিত্রবাবু? প্রশ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অবাস্তব, অবান্তর দাবি বলেই কটাক্ষ সৌগত-র।
এদিকে, সুব্রত মুখোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ একঝাঁক নেতা-মন্ত্রীর বিজেপিতে আসা সময়ের অপেক্ষা, বলেও দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র। বিষ খেয়ে মরে যাব, তবু বিজেপিতে যাব না, প্রতিক্রিয়া উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram