Hawala scandal: জৈন হাওয়ালাকাণ্ড নিয়ে অব্যাহত রাজ্য-রাজ্যপাল-বিরোধী দল তরজা

Continues below advertisement

জৈন হাওয়ালাকাণ্ড নিয়ে  রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) ফের নিশানা করেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। প্রশ্ন করেন, "জৈন হাওয়ালা নিয়ে ৪৮ ঘণ্টা পরেও কেন চুপ রাজ্যপাল?" তিনি বলেন, "তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিন মারা গেলেন জৈন হাওয়ালা কাণ্ডের মাথা। এই ঘটনা কাকতালীয় কিনা দেখা দরকার।" সুখেন্দুশেখর দাবি করেন, "জৈন হাওয়ালার ডায়েরিতে রয়েছে এক জগদীপ ধনকড়ের নাম। তিন চারটি ইনস্টলমেন্টে টাকা নিয়েছিলেন ডায়েরিতে নাম থাকা জগদীপ ধনকড়।" তাঁর প্রশ্ন, "এই জগদীপ ধনকড় কে?"

এই নিয়ে বিজেপি (BJP) সায়ন্তন বসু বলেন, "ডাইরির উপর বেস করে কোনও চার্জশিট হয় না। এটা কোর্ট বলেছে। আর এখানে রাজ্যপালকে কোনও চার্জশিট দেওয়াই হয়নি। জৈন হাওয়ালার লাল ডাইরি নিয়ে আলোচনা করতে গেলে সারদার লাল ডাইরি নিয়ে আলোচনা করা হোক।

এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "তৃণমূল নেতা, মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই। কারণ চারদিকে এত দুর্নীতি ধরা পড়ছে। সরকার দু'মাসের মধ্য়ে নিজেকে অসফল প্রমাণ করে দিয়েছে। কোনও কন্ট্রোল নেই দলের উপর। তাই কী বলছেন তাঁরা নিজেরাও জানেন না। অভিযোগ করছেন প্রমাণ ছাড়াই।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram