উনি বালখিল্য আচরণ করছেন, Sovan-এর বিজয়া সম্মেলন বয়কট প্রসঙ্গে Ratna Chatterjee

Continues below advertisement
শীর্ষ নেতৃত্বের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই ছন্দপতন। BJP-র বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত Sovan Chatterjee। কিন্তু আমন্ত্রণ করা হয়নি Baishakhi Banerjee-কে। এই অভিযোগে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত Sovan Chatterjee-র। এই প্রসঙ্গে শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বলেন, আমি অনেকবার শোভনবাবুকে ঘরে নিয়ে আসার চেষ্টা করেছি। বিজেপি হয়তো এখন আমার দুঃখ বুঝতে পারছে। বৈশাখী সারা জীবন গায়ের জোরে সব কিছু আদায় করে নিয়েছেন, রাজনীতিতেও তিনি জোর প্রয়োগ করছেন। 




 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram