John Barla Controversy: 'হতাশ হয়ে এধরনের মন্তব্য', বার্লার বিতর্কিত দাবি প্রসঙ্গে দিলীপ

Continues below advertisement

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধে কোচবিহারের তিনটি থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল (TMC)। গতকাল রাতে কোতোয়ালি, দিনহাটা ও বক্সিরহাট থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের দাবি, যেভাবে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তার ফলে অশান্তি তৈরি হচ্ছে এলাকায়। উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও এফআইআর করা হয়নি। জেলা পুলিশ সূত্রে খবর, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই এফআইআর (FIR) করা হবে। সম্প্রতি ভোট পরবর্তী সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, এই রাজ্যে এনআরসি নিয়ে প্রতিবাদের জেরে আগুন লাগানো হয়, স্টেশন পোড়ানো হয়। তখন দেশদ্রোহিতার মামলা হয় না, আশ্রয় দেওয়া হয়। সেই কারণেই হতাশ হয়ে এই ধরনের মন্তব্য। সরকারের ওপর আস্থা রাখতে পারছে না মানুষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram