KMC Election 2021: 'তৃণমূলের বিকল্প নেই, যে রাজ্যে ঢুকব সেখানে দলকে প্রতিষ্ঠা করব', মিছিল শেষে হুঙ্কার অভিষেকের | Bangla News

Continues below advertisement

আজ উত্তর কলকাতায় রোড শো করেন তৃণমূল (TMC) নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। রোড শো শেষে তিনি বলেন, "আজকের কর্মসূচি উত্তর কলকাতায়। উত্তর কলকাতায় উত্তর দিয়েছে। উত্তর কলকাতার কাছে কৃতজ্ঞ। ৭টি ওয়ার্ডেই জিতবে তৃণমূল। বিরোধীদের জায়গা নেই এখানে। ১৯ তারিখের লড়াই তৃণমূলের নয়, আপনাদেরও। বিধানসভা থেকে উপনির্বাচনে জবাব দিয়েছে। আজকের রোড শো সব রেকর্ড ভেঙে দিয়েছে। কোনও প্রার্থী নয়, মমতাকে ভোট দিচ্ছেন। ফেব্রুয়ারিতে গোয়ার নির্বাচন।  তৃণমূল জিতবে, নাহলে প্রধান প্রতিপক্ষ হবে। ত্রিপুরায় ২৪% ভোট পেয়েছি। তৃণমূল বিজেপির  (BJP) কাছে আত্মসমর্পণ করবে না। তৃণমূলের বিকল্প নেই। যে রাজ্যে ঢুকব, তৃণমূলকে প্রতিষ্ঠা করব। শান্তিপূর্ণ অবাধ ভোট হবে। ভয় দেখিয়ে ভোট বাড়ালে দল থেকে বহিষ্কার। জোর করে ভোট করে না তৃণমূল। আমরা চাই শান্তিতে ভোট হোক।"

পুর নির্বাচনের প্রচারে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন,  "কাউন্সিলরদের সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ফোন চালু রাখতে হবে। ফোনে ধৈর্য্য ধরে কথা শুনত হবে, কাজ করতে হবে। মাটির দিকে তাকিয়ে চলতে হবে। গাড়িতে উঠে ঘুমিয়ে পড়লে চলবে না। যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া ভাল, তাহলে বাংলা ভাল থাকবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram