LPG Price Hike: 'গ্যাসের দাম সরকার পুরোটা নিয়ন্ত্রণ করতে পারে না,' দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্তব্য দিলীপের

Continues below advertisement

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে আজ বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “গ্যাসের দাম, পেট্রোল-ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারের (International Market) উপর নির্ভর করে। তাই দাম বাড়ছে, একবার দাম কমেছিল। এরকম কম বেশি হতেই থাকে, সরকার এই পুরোটা নিয়ন্ত্রণ করতে পারে না। এই ঘটনা কংগ্রেস (Congress) আমল থেকেই চলছে। সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণে আনা যায়। দুনিয়া জুড়ে অর্থনীতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। কিছুদিন ডামাডোল চলবে। দেশের অর্থনৈতিক অবস্থা, জিডিপি (GDP) দেখে বোঝা যাচ্ছে, জিএসটি (GST) বাড়ছে – তা ভালো লক্ষ্মণ। তবে আশা করি সব তাড়াতাড়ি স্বাভাবিক হবে।“

প্রসঙ্গত, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (Cooking Gas)। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। কলকাতায় (Kolkata) ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram