Mamata Banerjee Slams Jagdeep Dhankhar: 'এমন রাজ্যপাল আগে কখনও দেখিনি', ধনকড়কে তোপ মমতার

Continues below advertisement

রাজ্যে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজ্যপালের (Jagdeep Dhankhar) তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘রাজ্যে হিংসার কোনও ঘটনা ঘটলে সেটা তো আমাদের চোখের সামনে আসত। কোথাও ছোট কোনও ঘটনা ঘটলে আমরা কড়াভাবে তার ব্যবস্থা নিই। রাজনীতি করার জন্য রাজ্যপাল কখনও কারও বাড়িতে চলে যাচ্ছেন, আবার কখনও মানবাধিকার কমিশনকে ডেকে নিয়ে আসছে। বিজেপি থেকে মানবাধিকার কমিশন বলে অনেককেই সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশিরভাগ হিংসার ঘটনাই বিজেপির (BJP) সাজানো। কমিশন যদি বিজেপির কথায় কাজ না করে তাহলে আমাদের সহযোগিতা পাবে।’ পাশাপাশি জগদীপ ধনকড়ের উত্তরবঙ্গ সফর নিয়ে সরব মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। রাজ্যপালের অপসারণ চেয়ে ৩টি চিঠি লিখেছি। জিটিএ নিয়ে তদন্তের আগে আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram