Mamata Banerjee: 'আমরা শুধু প্যান্ডেল করি, কর্মীরা টানে ছুটে আসেন', ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

Continues below advertisement

রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাই সমাবেশ। শনিবার প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় পৌঁছন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, মদন মিত্র, দেবাশিস কুমাররাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে। প্রতিবারের মতো এবারেও সেখানে আয়োজন সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত খোঁজ নেন মমতা। প্রস্তুতিপর্ব দেখে দলের কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানান মমতা। (Mamata Banerjee)

শনিবার বিকেলে ধর্মতলায় তৃণমূলের সভাস্থলে আয়োজন দেখতে পৌঁছন মমতা। সেখান থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখিও হন। তিনি বলেন, 'কাল ২১ জুলাইয়ের সমাবেশ। শহিদদের সম্মানে এই আয়োজন। ২১ জুলাই যাঁরা শহিদ হয়েছিলেন, বিভিন্ন জন এবং গণ আন্দোলনে যাঁরা শহিদ হন, আমরা তাঁদের শ্রদ্ধার্ঘ নিবেদন করি। পাশাপাশি, যত নির্বাচন হয়, তার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাতেও এই দিনটিকে বেছে নিই। প্যান্ডেলটুকু ছাড়া আমরা কিছুই করি না। কর্মীরা টানে ছুটে আসেন। এটা শুধু রাজনৈতিক সভা নয়। বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষা এবং দেশের অস্তিত্ব রক্ষার সভাও এটা। কোথাও কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram