Mamata On The Meeting With Modi: 'ভোটের আগে বিনা পয়সায় ভ্যাকসিনের প্রতিশ্রুতি দিয়ে এখন মুখ লুকিয়ে পালাচ্ছেন', মোদিকে কটাক্ষ মমতার

Continues below advertisement

আজ করোনা মোকাবিলা নিয়ে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী।  বৈঠকে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "কেন্দ্র অক্সিজেন দিচ্ছে না, রেমডিসিভির কেন বাজারে নেই? সব কেন্দ্রের হাতে, কোনও রাজ্যকে পয়সা দিচ্ছে না। ৩০ হাজার কোটি টাকা দিলেই, সবাই পেত নিখরচায় ভ্যাকসিন। ১৮ বছরের ছেলেমেয়েরা মরছে, উনি বিল্ডিং বানাচ্ছেন! আবার না বলেন, ঘণ্টা বাজালেই করোনা কমবে! বিহার ভোটের আগে বলেছিলেন, বিনা পয়সায় ভ্যাকসিন দেব, বাংলার ভোটের আগেও একই প্রতিশ্রুতি দেন। এখন মুখ লুকিয়ে পালাচ্ছেন। শুম্ভ-নিশুম্ভের মতো ঔদ্ধত্য দেখাচ্ছেন। ভোটের পর হিংসা দেখতে দল পাঠাচ্ছে, ভ্যাকসিন আনতে পাঠিয়েছে? দেশ এখন অভূতপূর্ব সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী (Narendra Modi) অত্যন্ত ক্যাজুয়াল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram