RSS: যাঁরা গণপিটুনিতে ইন্ধন দেয় তাঁরা হিন্দুত্ব বিরোধী, মন্তব্য মোহন ভাগবতের
উত্তরপ্রদেশে ভোটের আগে গণপিটুনির সমালোচনায় মোহন ভাগবত (Mohan Bhagwat)। ‘যাঁরা গণপিটুনিতে ইন্ধন দেয় তাঁরা হিন্দুত্ব বিরোধী। যে বলে দেশে মুসলমান থাকবে না, সে হিন্দুই না। প্রত্যেক ভারতবাসীর ডিএনএ এক। রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না, রাজনীতি ঐক্যকে ধ্বংস করে', মন্তব্য সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'রাজনীতি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না, এটা ভুল। মানুষের লড়াই করতে পারে রাজনৈতিক দল, কিন্তু সেটা বিজেপির মতো দল পারে না। ভারতীয় জনতা পার্টি ধর্ম, জাতি, বর্ণের ভিত্তিতে বিভেদ করে। কিন্তু তৃণমূল কংগ্রেস সহ সারা দেশে এমন অনেক রাজনৈতিক দল রয়েছে যারা মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করেন। উত্তরপ্রদেশে জঙ্গল রাজ চলছে। রাজনীতি মানুষকে এক করতে পারে না এই কথার সমর্থন করছি না।'
এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জানিয়েছেন, "মোহন ভগবতের ভাবধারায় যারা বড় হয়েছেন তাঁরাই গণপিটুনির মদত দেন। সেই তালিকা থেকে প্রধানমন্ত্রী অথবা অমিত শাহকেও বাদ দিতে পারবেন না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গণপিটুনির মদত দাতা। "