WB Politics: 'BJP-তে যোগ্য সম্মান পাননি মুকুল', এবার বেসুরোর তালিকায় সংযোজিত আরও 'অনুগামী'

Continues below advertisement

বেসুরো বাড়ছে বিজেপিতে। একদা তৃণমূল (TMC) ত্যাগী একের পর এক নেতার মুখে এখন মমতা স্তুতি। এরই মধ্যে বঙ্গ বিজেপিতে বড় ভাঙন ধরিয়ে তৃণমূলে ফিরেছেন বিজেপি (BJP) বিধায়ক  মুকুল রায় (Mukul Roy)। এবার কি তাঁর অনুগামীরাও পদ্ম ছেড়ে ঘাসফুলের বাগানে ফিরবেন? তৃণমূলে প্রত্যাবর্তনের পরে মুকুল অনুগামী বলে পরিচিত বিজেপি নেতাদের একাংশ দলীয় লাইনের বিরুদ্ধে গিয়ে তাঁর হয়ে ব্যাটিং করতে শুরু করেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram