Nandigram Election Petition: হাইকোর্টে পিছোল নন্দীগ্রামে ইলেকশন পিটিশনের শুনানি, 'BJP-দরদী বিচারপতি'র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কুণালের

Continues below advertisement

পেছল নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা হাইকোর্টে যে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন, তার শুনানি। শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার। এপ্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "নন্দীগ্রাম মামলাটি রয়েছে মহামান্য বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। যে ছবি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপির যে লিগাল সেল রয়েছে, তার অনুষ্ঠানে তিনি উপস্থিত রয়েছেন। সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বক্তৃতা রাখছেন। পাশে বিজেপির এক নেত্রী বসে। যেহেতু তিনি বিজেপি দরদী, বিজেপি সমর্থক - তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ কিন্তু থাকছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram