Narada Case Hearing: 'নোটিস না দিয়ে নাগরিকের অধিকার কি প্রত্যাহার করা যায়?', সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে CBI

Continues below advertisement

সুপ্রিম কোর্টে শুরু হল নারদ মামলার (Narada Case) শুনানি। সলিসিটর জেনারেল বলেন, তদন্তকারী সংস্থার ওপর চাপ তৈরির চেষ্টা হয়েছে। পাল্টা বিচারপতি বিনীত সারান প্রশ্ন করেন, "আপনারা কী চান?" সুপ্রিম কোর্টে (Supreme Court) কড়া প্রশ্নের মুখে সিবিআই (CBI)। 'একজন নাগরিককে যে অধিকার দেওয়া হয়েছে,  তাঁকে না জানিয়ে, নোটিস না দিয়ে সেই অধিকার কি প্রত্যাহার করা যায়?', সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram