Tushar Mehta: 'শুভেন্দুর সঙ্গে বৈঠক কেন?', সলিসিটর জেনারেলের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ৩ TMC সাংসদের

Continues below advertisement

সলিসিটর জেনারেলের (Solicitor General) পদ থেকে তুষার মেহতার (Tushar Mehta) অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি দিল তৃণমূল (TMC)। নারদকাণ্ডে (Narada Case) অভিযুক্ত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের তিন সাংসদ। ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien), সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy ) এবং মহুয়া মৈত্রের (Mahua Moitra) তরফে নরেন্দ্র মোদিকে ওই চিঠি পাঠানো হয়েছে। মামলাকে প্রভাবিত করতে পারেন, তৃণমূলের তরফে এমন আশঙ্কাও করা হচ্ছে। জানা যাচ্ছে, সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে – এই প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে শুভেন্দুকে নিশানা করে তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ট্যুইটে লেখেন, "শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, এরপর নারদ মামলায় সিবিআইয়ের (CBI) আইনজীবী তুষার মেহতার সঙ্গে বৈঠক করতে গেলেন। বিরোধী দলনেতার সঙ্গে সলিসিটর জেনারেলের কী সম্পর্ক থাকতে পারে? এটা স্পষ্ট যে নিজের গ্রেফতারি এড়াবার জন্য কী কী কৌশল হতে পারে বিজেপিকে তা মধ্যস্থতা করে সাজিয়ে দিচ্ছে। আইনের কী কী ফাঁক তৈরি করা যাক সেই জন্য শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করলেন কিনা, এটা সবথেকে বড় প্রশ্ন। বাকিদের হ্যারাস করা হলেও শুভেন্দু অধিকারীকে কীভাবে আইনের ফাঁক দিয়ে বাঁচিয়ে আনা যায় তার চেষ্টা হচ্ছে কি না সেই ব্যাপারেই আমি প্রশ্ন তুলেছি।" যদিও শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "জেল খাটা ব্যক্তির প্রশ্নের উত্তর তিনি দেবেন না।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram