Narada Scam Probe: 'এরাজ্যে এই মামলার তদন্ত চালানো কঠিন', অন্য রাজ্যে মামলা স্থানান্তরের আবেদন CBI-র
সকালে গ্রেফতার, সন্ধেয় বিশেষ সিবিআই (CBI) আদালতে জামিন, রাতে নিম্ন আদালতে জামিনের নির্দেশিকায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। স্বস্তি স্থায়ী হল না। নারদকাণ্ডে বুধবার পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে হাইকোর্টকে জানানো হয়, সোমবার দিনভর নিজাম প্যালেস ঘেরাও করে রাখা হয়েছিল। বিক্ষোভকারীরা হুমকিও দেয় বলে অভিযোগ জানায় সিবিআই। ধৃতদের যাতে আদালতে নিয়ে যাওয়া না হয়, তার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। তাই সিবিআই মনে করছে, এই রাজ্যে এই মামলার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া কঠিন, তাই এই মামলা অন্য রাজ্য স্থানান্তরের জন্য আবেদন জানায় তারা। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্ট মামলা সরানোর আর্জি নিয়ে পরবর্তী পর্যায়ের শুনানি হবে বলে জানায়।