NCW at Burdwan: ভোট-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বর্ধমানে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
বিজেপির (BJP) ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। পাল্টা হিংসার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের (TMC) দাবি, বিজেপির নেতারা অভিযোগ জানানোর জন্য লোকজনকে সাজিয়ে আনছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বর্ধমান শহরে এসেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা (National Commission for women)। সোমবার কমিশনে নালিশ জানাতে বিভিন্ন জায়গা থেকে অনেকেই হাজির হন বর্ধমান সার্কিট হাউসে। অভিযোগ, গেটে ঢোকার মুখে তাঁদের অনেককে আটকে নাম, ঠিকানা, ফোন নম্বর জানার পর ভিতরে ঢুকতে দেয় পুলিশ। পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের দাবি, পুলিশ কারও নাম, ঠিকানা, ফোন নম্বর নেয়নি। তবে, যেহেতু অভিযোগ এসেছে খতিয়ে দেখা হবে। ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগকারীদের কথা শুনে রিপোর্ট জমা দেওয়া হবে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। সব মিলিয়ে বিজেপির ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হওয়া, তারপরে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশনের একে একে বাংলায় আসা এবং তৃণমূলের অভিযোগ অস্বীকার করা। এই সব নিয়ে তরজা চলছেই।