ABP News

Oppositions’ Meet: 'প্রশান্ত কিশোর আমাদের ভাগ্য বিধাতা নয়', দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতি প্রসঙ্গে অধীর

Continues below advertisement

আজ দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক। শরদ পাওয়ারের নেতৃত্বে বিরোধীদের বৈঠক। আমন্ত্রিত হলেও সম্ভবত আসছে না কংগ্রেস। এই নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন," দিল্লিতে প্রশান্ত কিশোরের বৈঠক আমাদের দলের বৈঠক না। সেখানে কাকে ডাকা হচ্ছে না হচ্ছে তা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু বলার নেই। প্রশান্ত কিশোর (Prashant Kishor) আমাদের ভাগ্য বিধাতা নয়। প্রশান্ত কিশোর যাদের ভাগ্যবিধাতা তারা আলোচনা করবে।"

হুগলির আরামবাগের খানাকুলে (Khanakul) মাথা মুড়িয়ে বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) ফিরলেন ৫০০ জনের বেশি কর্মী, সমর্থক। আজ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) হাত ধরে তাঁরা তৃণমূলে ফেরেন। এই কর্মী-সমর্থকরা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। আজ দেখা যায়, অনেকেই মস্তক মুণ্ডন করেছেন। তাঁদের দাবি, বিজেপিতে যাওয়া যে ভুল হয়েছিল তা বুঝতে পেরে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে পুরনো দলে ফিরেছেন। তৃণমূল সাংসদের দাবি, বিজেপি এই সব কর্মী সমর্থককে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। কোনও সমসয়ই এই কর্মীদের পাশে থাকেনি বিজেপি নেতৃত্ব। এমনকি করোনার বিপদেও পাশে দাঁড়ায়নি। তাই এই বিজেপি কর্মীরা ভুল শুধরে তৃণমূল কংগ্রেসে এসেছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram