PAC Controversy: 'স্ট্যান্ডিং কমিটি থেকে বিজেপির সদস্যদের ইস্তফা সঠিক সিদ্ধান্ত', ক্ষোভ প্রকাশ দিলীপের

Continues below advertisement

পিএসি বিতর্কে (PAC Controversy) সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা বিজেপির। বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে ইস্তফা। আজ স্ট্যান্ডিং কমিটিগুলি থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়করা। এর পরেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী সহ বিধানসভার বিরোধী দলের বিধায়করা। সম্প্রতি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাথায় বসানো হয়েছে মুকুল রায়কে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সরকার চালাকি করে রীতি না মানলে আমরা সহযোগিতা করব না। আমাদের প্রস্তাবিত কাউকে চেয়ারম্যান করা হয়নি। তাই এই ইস্তফা দিয়ে ঠিক কাজ করা হয়েছে।’ অন্যদিকে তাপস রায়, ‘বিধানসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র অধ্যক্ষই, রাজ্যপালের কাছে গিয়ে কী হবে?’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram