Parliament TMC Strategy: সংসদে কী হবে রণনীতি? সুখেন্দুশেখর রায়ের বাড়িতে ফের বৈঠকে তৃণমূল সাংসদরা

Continues below advertisement

মোদি সরকারের বিরোধিতায় তৃণমূলের অস্ত্র কী হবে? বাদল অধিবেশনে রণনীতি স্থির করতে আজ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংসদ ভবনের বৈঠকে মূলত এই নিয়েই আলোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা ও রাজ্যসভার সমস্ত তৃণমূল সাংসদ এই বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর দুপুরে সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে দ্বিতীয় বৈঠকেও থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিরোধী ফ্রন্ট নিয়ে যে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী, আলোচনা হবে সেবিষয়েও। 

অন্যদিকে, আজ পেগাসাস বিতর্কে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে নোটিস দেয় তৃণমূল। দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় জানান, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যে তাঁরা সন্তুষ্ট  নন। আর প্রধানমন্ত্রী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বলতে হবে যে ইজরায়েলি সংস্থা এনএসও এবং পেগাসাসের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই। অথবা স্পাইওয়্যারের অপব্যবহার ও ফোন হ্যাকিং নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিতে হবে কেন্দ্রকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram