Petrol Price Hike: পেট্রোলের দাম পুরোটা সরকারের হাতে নেই, এটা কংগ্রেস করে দিয়ে গেছে , দিলীপ
শেষপর্যন্ত রেকর্ড গড়ে কলকাতায় সেঞ্চুরি করেই ফেলল পেট্রোল (Petrol Price)। দেশজোড়া প্রতিবাদের মধ্যে ফের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াল পেট্রোল, ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে পারে বাজারে। পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা। জ্বালানির এই বিপুল বোঝায় মাথায় হাত মধ্যবিত্তের।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্যবৃদ্ধির কারণেই ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। সরকার জ্বালানির দাম কম করার চেষ্টা করছে। আমরাও চাই পেট্রোলের দাম কম হোক। কিন্তু এটা পুরোটা সরকারের হাতে নেই, আন্তর্জাতিক বাজারের উপর দাম নির্ভর করে। এটা কংগ্রেস করে করে রেখে গিয়েছে। তাও দাম কমানোর চেষ্টা করছে সরকার।"