‘শুভেন্দুর সঙ্গে আমরা তোমাকেও চাই’ দলের বিরুদ্ধে মুখ খোলার পরেই সাংসদের নামে পোস্টার
Continues below advertisement
শুভেন্দু, রাজীবের পর এবার বেসুরো বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। দলের বিরুদ্ধে মুখ খোলার পরের দিনই কাঁকসা থানার সামনে ও সাংসদের বাড়ির আশপাশের এলাকায় একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, সুনীলদা আমরা শুভেন্দুদার সঙ্গে তোমাকেও চাই। শুভেন্দু-সুনীল পোস্টার দেখা যাওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে।
Continues below advertisement
Tags :
Sunil Modal Suvendu Joining BJP Bengal Political News ABP Ananda LIVE Abp Ananda TMC Suvendu Adhikari