Rahul attacks Modi: 'কোভিডের দ্বিতীয় ঢেউকে গুরুত্ব না দিয়ে বাংলার ভোটে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী', আক্রমণ রাহুলের
''করোনার দ্বিতীয় ঢেউকে গুরুত্বই দেননি প্রধানমন্ত্রী, বাংলার ভোট নিয়ে ব্যস্ত ছিলেন।'' করোনা পরিস্থিতি নিয়ে এভাবেই নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আক্রমণ করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। রাহুল বলেন, "প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউকে গুরুত্ব দেননি। ভোট নিয়ে ব্যস্ত ছিলেন। ওনার অন্যদিকে নজর ছিল।" রাহুল আরও বলেন, "ভারতে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যতজনের মৃত্যু হয়েছে, তার ৯০ শতাংশ মানুষের মৃত্যু হওয়ার কথা ছিল না। তাঁদের মৃত্যুর বড় কারণ সীমিত অক্সিজেন। প্রধানমন্ত্রীর চোখের জল ওদের বাঁচাতে পারেনি। অক্সিজেন পারত।" "মনমোহন সিংহ ভ্যাকসিন নীতি নিয়ে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তখন তাঁর কথার বিদ্রূপ করা হয়েছিল। ওনাকে (মনমোহন) আক্রমণ করার জন্য আপনি (মোদি) মন্ত্রীকে এগিয়ে দিয়েছিলেন। আর ২ মাস পর আপনি (মোদি) সেটাই করলেন যেটা উনি (মনমোহন) করতে বলেছিলেন।" পাল্টা বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) দাবি করেছেন রাহুল গাঁধী বিভ্রান্তি ছড়াচ্ছেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতির প্রশ্ন, "রাহুল গাঁধী কি ডাক্তারি পড়েছেন না কি? ডাক্তাররা কি ওনার থেকে কম বোঝেন? সংবাদমাধ্যমে অনেকদিন না দেখে গেলে উল্টোপাল্টা বলে মুখ দেখানোর চেষ্টা করেন। মানুষ তার প্রতিভা সম্পর্কে জেনে দিয়েছে।"