রাজ্যসভায় ধ্বনিভোটে পাস কৃষি বিল, বিক্ষোভে বিরোধীরা, ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে রুল বুক ছেঁড়ার অভিযোগ

Continues below advertisement
রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হল কৃষি বিল। সংসদে প্রবল বিরোধিতার মুখে মোদি সরকার। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের আসন ঘিরে বিক্ষোভ। বিল পাসের পর ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে একযোগে ১২ দলের অনাস্থা। তুঙ্গে রাজনৈতিক তরজা। লোকসভার পর রবিবার রাজ্যসভায় কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি - এই দু’টি কৃষি সংক্রান্ত বিল পেশ করে মোদি সরকার। বিরোধীদের অভিযোগ, এই বিল পাস হলে ক্ষতি হবে কৃষকদের। বিরোধীরা বিল দু’টিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে চাইলেও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংহ সম্মতি দেননি। কিন্তু ধ্বনিভোটে বিল পাস হতেই তেতে ওঠে সংসদের উচ্চকক্ষ| 
বিক্ষোভের সময় তৃণমূল সাংসদ ডেরেক ও ’ব্রায়েনের বিরুদ্ধে রুল বুক ছেঁড়ার অভিযোগ ওঠে। যদিও ডেরেক সে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram